প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৮

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সিলেট সদর শামসুদ্দীন হাসপাতালে দায়িত্বরত সিনিয়র স্টাফনার্স শিউলী সুলতানা সম্প্রতি অনলাইন পোর্টাল ও সোস্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে কর্তব্যকাজে ফাঁকি ও অনিয়ম-আত্মসাতের অভিযোগ প্রচারিত হলে এর প্রতিবাদ জানান। প্রতিবাদ লিপিতে বলেন, আমাকে হাসপাতালে সবার কাছে হেয় প্রতিপন্ন করছে একটি কুচক্রিমহল আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগ অস্বীকার করে শিউলী সুলতানা বলেন, সংবাদে প্রকাশিত তথ্যের সাথে আমার কোন মিল নেই। ইহা সত্যের অপপ্রলাপ মাত্র। তাই তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রতিবাদ লিপিতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এরপরও ওই কুচক্রি মহল আমার বক্তব্য না নিয়ে মনগড়া বক্তব্য দিয়ে আমার বিরুদ্ধে আমার নামে আরেকটি সংবাদ ছাপিয়ে দেয়। ‌’অনিয়মই নিয়ম যেখানে : শিউলী সুলতানা’ এ শিরোনামের সংবাদে যা প্রকাশ করা হয়েছে তাও সম্পূর্ণ মিথ্যা। তাই তিনি এ সংবাদেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..