বাংলাদেশের মেয়েদের গ্রুপ সেরা হওয়ার লড়াই আজ

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৮

বাংলাদেশের মেয়েদের গ্রুপ সেরা হওয়ার লড়াই আজ

ক্রাইম সিলেট ডেস্ক : ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সোমবার সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল। ভুটানে অনূর্ধ্ব-১৫ নারী সাফে সূচনা ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় জয়ের পর ঢাকায় জেতা শিরোপা ধরে রাখতে নেপালকে হারাতে মরিয়া মারিয়া-মনিকারা।

এদিকে নিজেদের প্রথম ম্যাচে গত ১১ আগস্ট পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে নেপাল। ‘বি’ গ্রুপ থেকে দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। আর সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ ও নেপাল।

গ্রুপ পর্বের শেষ দিন আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। এই ম্যাচে যারা জিতবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আজই ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে ভুটান ও ভারত। এই দুই দলেরও সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। আজকের ম্যাচের মাধ্যমে নিশ্চিত হবে গ্রুপ ‘এ’ থেকে কারা গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার আপ হবে।

এর আগে গত আসরে নেপালকে ৬-০ গোলে হারিয়েছিল লাল-সবুজ জার্সিধারী কিশোরীরা। ২০১৪ এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক টুর্নামেন্টের ফাইনালে কাঠমান্ডুতে হিমালয় কন্যাদের ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবে এ ম্যাচে ফেভারিট গোলাম রব্বানী ছোটনের দল।

নেপালের বিপক্ষে ম্যাচ নিয়ে কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘গত ম্যাচে ৯০ মিনিট প্রাধান্য বিস্তার করে খেলেছি আমরা। তবে তাতেই সব অর্জন হয়নি। আমরা ম্যাচ বাই ম্যাচ জিততে চাই।’

সেমিফাইনালের দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে আগামী ১৬ আগস্ট। ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ। গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ উইমেনস চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..