সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের অবৈধ ভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের দায়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬টি ড্রেজার জব্ধ করা হয়েছে। আটককৃত ড্রেজারের মূল্য ১৫লক্ষাধিক লাখ টাকার বেশী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরার ধোপাযান ও চলতি নদীতে অবৈধ ভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের দায়ে সুনামগঞ্জ পুলিশ সুপার বরকত উল্লাহ খানের নির্দেশনার সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের ইন্সপেক্টর রুকনুজ্জামান এসআই আমিনুল ইসলামসহ সঙ্গীয় র্ফোস নিয়ে ঝটিকা অভিযান চালিয়ে ২৬টি ড্রেজার জব্ধ আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রেজারের মালিক ও চালকা পালিয়ে যায়। সুনামগঞ্জ পুলিশ সুপার বরকত উল্লাহ খান এঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,নদীতে অবৈধ ভাবে পাথর ও বালু উত্তোলনের কারনে পরিবেশ ও জনজীবন কে হুমকির হাত থেকে রক্ষা করতে সুনামগঞ্জ জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd