গোয়াইনঘাটে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৮

গোয়াইনঘাটে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা

গোয়াইনঘাট প্রতিনিধি :: দেশের অগ্রযাত্রায় দুর্নীতি যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে না হলে দুর্নীতির মতো বিষবৃক্ষ ্ সমাজ থেকে উৎখাত সম্ভব নয়। নিজের অন্তরাত্মাকে পরিশুদ্ধ রাখতে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি রাষ্ট্রীয় আইনকানুনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। প্রভাবশালী লোকের কারনে সরকারী কর্মকর্তারাও দুর্নীতির আশ্রয় নেন। দুর্নীতির কারণে মেধা যোগ্যতার মূল্যায়ন হয় না,প্রতিভার স্বাভাবিক বিকাশ বধাগ্রস্থ হয়ে আর্থ সামাজিক উন্নয়নে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। শনিবার দুপুর ১২টায় পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত “মতবিনিময় সভায়” প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বিশ্বজিত কুমার পাল কথাগুলো বলেন। কমিটির সভাপতি ইউসুফ কামালের সভাপতিত্বে সম্পাদক আঃ মালিকের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অফিসার ইনচার্য আঃ জলিল সাবেক দুপ্রকের সভাপতি আমেরিকা প্রবাসি এম সফিক রহমান ডেইলি ষ্টার পত্রিকার ক্যামেরা পার্সন শেখ আশরাফুল আলম নাসির উপজেলা আ‘ লীগের সাবেক যৃগ্ম সম্পাদক সুবাস চন্দ্র পাল (ছানা) ও আঃ হালিম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও স্বাগত বক্তব্য রাখেন দুপ্রক‘র সদস্য মাও আঃ মতিন এ ছাড়া সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান চৌধুরী জাফলং স্টুরিস্ট‘র পুলিশ কর্মকর্তা দেবাংসু কুমার দে, সিলেট ট্যুরিস্টক্লাবের সভাপতি হুমায়ুন কবীর লিটন ইউডিএফ রায়হান কবীর মাই টিবির ক্যামেরা পার্সন হুমায়ুন। সভায় উপজেলার পদস্থ কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রশিক্ষনার্থী ও দুপ্রক‘র সদস্যবৃন্দ অংশ প্রহণ করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..