আবু তাহের ছাতক :: ছাতকের গাবুরগাঁও দারুল কুরআন দাখিল মাদরাসা কনসারেন্স হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া উত্তর খুরমা ইউনিয়ন শাখার উদ্দ্যেগে আয়োজিত দাখিল/এস এস সি ও আলিম/এইচ এস সি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দুপুর ২ঘটিকায় এ সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার আল ইসলাহ সাধারন সম্পাদক মাওঃমাহবুবুর রহমান তাজুল, উদ্বোধন করেন অত্র মাদরাসার সুপার ও সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাওলানা কামরুজ্জামান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সাধারন সম্পাদক মোঃআব্দুল কাইয়ুম,প্রচার সম্পাদক তোফায়েল আহমদ মিনার,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদসআবু তাহের,ছাতক উপজেলা উত্তর শাখার সভাপতি মুঃআব্দুল্লাহ আল মামুন,আল ইসলাহ ছাতক উপজেলা উত্তর শাখার সহ সভাপতি মাওলানা নজমুল হক নসিবী,সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ,ছাতক উপজেলা (উত্তর) শাখা তালামীযের সাধারন সম্পাদক আলী আহমদ নাঈম।ছাতক উপজেলা (উত্তর)আল ইসলাহ’র অফিস সম্পাদক সেলিম আহমদ কাওছার,উত্তর খুরমা ইউনিয়ন আল ইসলাহ’র সাধারন সম্পাদক ক্বারী নিজাম উদ্দিন,আমেরতল আঞ্চলিক শাখা আল ইসলাহ’র সভাপতি রেদওয়ান হোসেন।দিলেয়ার আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন চরমহল্লা ইউনিয়ন আল ইসলাহ’র সাধারন সম্পাদক ক্বারী মকছুদুর রহমান মকছু,মুক্তিরগাও হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আলিম উদ্দিন।ছাতক উপজেলা (উত্তর) শাখা তালামীযের সদস্য আং লতিফ, আলী হোসেন,চরমহল্লা ইউনিয়ন শাখা তালামীযের সভাপতি হাফিজ জাবের হোসাইন মাহমুদ,উত্তর খুরমা ইউনিয়ন তালামীযের সাবেক সাধারন সম্পাদক কামিল আহমদ সহ প্রমুখ।পরে প্রায় দেড়শতাধিক শিক্ষর্থীদের সংবর্ধনা প্রধান করা হয়।
শাখা সভাপতি হাঃজাবের আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃসাদিকুর রমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তারেক আহমদের কুরআন তিলাওয়াত ও মোহাঃআবু সুফিয়ানের নাতের মাধ্যমে সুচিত সংবর্ধনায় মাওলানা মাহবুবুর রহমান তাজুলের মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
Sharing is caring!