ছাতক প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলেক্ষে ছাতক উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, বঙ্গবন্ধু অমর চিরঞ্জীব।
তিনি বলেন, ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তার আদর্শ ও নীতিকে নিঃশেষ করতে পারেনি। যতদিন এ দেশ ও জনগণ থাকবে, ততদিন জাতির পিতার নাম এ দেশের লাখো-কোটি বাঙালির অন্তরে চির অমলিন, অক্ষয় হয়ে থাকবে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারীর সভাপতিত্বে এবং সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের যৌথ পরিচালনা অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া সুলতানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার দুলন মিয়া, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, আব্দুস সামাদ, নুরুল আমিন, উপজেলা আ,লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু, শ্রমিকলীগের সভাপতি আবু বক্কর রাজা, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতীকৃতে পুস্পস্তবক অর্পন, শোক র্যালী অনুষ্ঠিত হয়।
এদিকে ছাতকে উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, মুক্তযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ছাতক সদর ইউনিয়ন, জেলা বঙ্গন্ধু ফাউন্ডেশন, ছাতক সিমেন্ট কারখানা সিবিএ, বিদ্যুৎ (সিবিএ বি-১৯০২) শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পৃথকভাবে পালন করা হয়েছে। জাতীয় শোক দিবস পালনে উপজেলার প্রত্যক ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের তৃণমুল পর্যায়ের নেতা-কর্মীরা গৃহীত কর্মসূচীতে অংশ নেন
Sharing is caring!