সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৮
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার পরিবেশ রক্ষার্থে “পরিচ্ছন্ন ও সবুজ জনপদ” এর শুভ উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।
গতকাল ১৬ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জৈন্তাপুর বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ মাঠে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিমের সভাপতিত্বে ও জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানা জাফরীন রোজী’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যানন মোঃ বশির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী জয়মতি রাণী, সহকারী কমিশনার(ভূমি) মুনতাসির হাসান পলাশ, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি সিরাজুল হক, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মায়নুল জাকির, ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী স¤্রাট, এখলাছুর রহমান, শাহ আলম চৌধুরী তোফায়েল, বাহারুল আলম বাহার, আমিনুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধক্ষ্য শাহেদ আহমদ, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলোমান হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল তালকদার, উপজেলা সমাজসেবা অফিসার এ কে আজাদ ভূইয়া, জৈন্তাপুর আবাসিক মেডিকেল অফিসার মিছবাহ উদ্দিন, বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল। অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান তার বক্তব্যে বলেন, জৈন্তাপুর উপজেলাকে সবুজে ভরপুর করতে বাড়ীর আঙ্গীনায় পরিত্যাক্ত জায়গায় অন্তত ফলজ, বনজ এবং ঔষধী প্রজাতীর একটি করে চারা রোপনের মাধ্যমে সবুজ জনপদে রুপান্তরিত করতে সবাইকে আহবান জানান। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি নুমেরী জামান বিকাল ২টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে আলোচনা সভায় মিলিত হন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd