ক্রাইম সিলেট ডেস্ক : চট্টগ্রাম নগরীর ফয়স লেকের এক আবাসিক হোটেল থেকে শাহরিয়ার শুভ নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, দিনগত রাত ৩টার দিকে ফয়স লেক এলাকার লেকভিউ নামের আবাসিক হোটেল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ তার কথিত স্ত্রী ডা. রোকসানা আক্তার (পপি) নামের এক তরুণীকেও আটক করেছে।
নিহতের আত্মীয়-স্বজনদের দাবি, অন্য যুবকের সঙ্গে প্রেম মেনে নিতে না পারায় শুভকে হত্যা করেছে পপি।
শাহরিয়ার শুভ ফেনীর ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের পুত্র বলে প্রাথমিক তথ্যে জানা যায়।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. নাসির উদ্দিন এ খবর নিশ্চিত করে বলেন, কী কারণে খুন হয়েছে, আর কে খুন করেছে এই বিষয়ে অনুসন্ধান চলছে। এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
দিনে (শুক্রবার) ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
নিহতের ভাইয়ের ধারণা, ডা. রোকসানা আক্তার পরিকল্পিভাবে তার সহযোগীদের নিয়ে আমার ভাইকে খুন করেছে।
শাহরিয়ার শুভ’র খুনের খবর শুনে থানায় আসা স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, রোকসানা আক্তার পপি ও শাহরিয়ার শুভ‘র মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল।
সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর শাহরিয়ার শুভ ও তার এক বন্ধু মিলে পপিকে রিসিভ করেন।
তবে শুভ‘র ওই বন্ধুর প্রাইভেট কার নিয়ে পপিকে আনতে গেলেও পপি সেই কারে উঠেনি। পরে আলাদা বাসে টিকেট কেটে শুভকে নিয়ে চট্টগ্রামে এসে ওই লেকভিউতে উঠে পপি।
ডা. রোকসানা আক্তার পপি চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়ারহাট মেহেদী নগর গ্রামের আবু আহম্মদের মেয়ে।