কোম্পানীগঞ্জে এমপি ইমরান ও শামীম মূখোমূখি জয়নালের সাংসদ প্রার্থী ঘোষনা : তোলপাড়

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৮

কোম্পানীগঞ্জে এমপি ইমরান ও শামীম মূখোমূখি জয়নালের সাংসদ প্রার্থী ঘোষনা : তোলপাড়

ক্রাইম ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জে মূখোমূখি অবস্থানে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শামীম ও তার ভাই জয়নাল এবং তাদের বলয়ের নেতাকমীরা। শুক্রবার (১৭ আগষ্ট) পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত শোকসভা বাতিল করা হয়েছে। এ নিয়ে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। শুক্রবার উপজেলার পাড়–য়াবাজারে পশ্চিম ইসলামপুর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ শোক সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু এর আগের দিন কোম্পানীগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত শোকসভায় এমপি ইমরান আকারে ইঙ্গিতে উপজেলার আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম আহমদ ও জয়নাল আবেদীনের বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দেন। তিনি তাদেরকে সুবিধাভোগী ও চক্রান্তকারী আখ্যায়িত করে আওয়ামী লীগে তাদের ঠাঁই নেই, এমন বক্তব্য দেয়ায় উপজেলার শামীম-জয়নাল বলয়ের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে পড়েন তাই তারা শুক্রবারের শোকসভা বাতিল করে এমপি ইমরানের বিপক্ষে অবস্থান নেন। আয়োজিত এ শোকসভায় এমপি ইমরান আহমদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল বলে প্রচারও করা হয়েছিল।

দলীয় একটি নির্ভরযোগ্যসূত্র জানায়, গত ২০০৯ সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতা ইমরান আহমদ সিলেট-৪ আসনের এমপি নির্বাচিত হওয়ার পর কোম্পানীগঞ্জের পাড়ুয়া গ্রামে শামীম আহমদ ও তার ভাই জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন তার অতি ঘনিষ্ট হয়ে পড়েন। তারা এমপি ইমরানের নাম ভাঙ্গিয়ে নানা অবৈধ সুবিধে ভোগ করে কোটি কোটি টাকার মালিক হযেছেন। গড়ে তুলেছেন পাথর রাজ্যে ক্রাসের রাজত্ব। এতে করে এলকায় আওয়ামী লীগের প্রতি গনমানুষের নেতিবাচক প্রভাব পড়ে। এমপি ইমরান বিষয়টি আঁচ করতে পেরে তিনি তাদের নানা অপকর্মের বিরুদ্ধে অবস্থান নেয়ায় তারাও তার বিরুদ্ধে অবস্থান নেন । পাশপাশি উপজেলা আওয়ামী লীগের পদত্যাগী যুগ্ম সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন নিজেকে আসন্ন জাতীয় নির্বাচনে এমপি ইমরানের বিরুদ্ধে সংসদ সদস্য প্রার্থী হিসাবে নিজের ফেইসবুক আইডিতে ঘোষনা দেন। এছাড়াও শামীম আাহমদ নিজেকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের ভেতরে থেকে লড়বেন বলেও অনেক আগে থেকে ঘোষনা দিয়েছেন। নিজ নামীয় ফেইসবুকের একটি স্ট্যাটাসে জয়নাল আবেদীন এমপি ইমরানের বিপরীতে সাংসদ প্রার্থী ঘোষনা দেয়ার পর কোম্পানীগঞ্জ উপজেলা-সহ সিলেট-৪ আসন জুড়ে তোলপাড় শুরু হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..