সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত অভিনেত্রী মনি মুক্তা!

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৮

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত অভিনেত্রী মনি মুক্তা!

আমির হোসেন সাগর :: সিলেটে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মনি মুক্তা। গত বৃহস্পতিবার দুপুরে সিলেটের আলুর তল এলাকায় রাস্তা পাড়াপাড় হতে গিয়ে একটি প্রাইভেট কারের ধাক্কায় ঘটনার স্থলেই মনি মুক্তা মারা যান। তবে সেটা বাস্তবে নয় সিলেটের জনপ্রিয় পরিচালক পাখি সুহেলের পরিচালনায় শর্টফিল্ম”অন্ধের প্রেম”নাটকের শুটিংয়ের শেষ দৃশ্যে নায়ককে বাচাতে গিয়ে নিজে মারা গেলেন।নাটকটি রচনা করেছেন মঞ্চ নাটকের অভিনেতা রুবেল আহমেদ।নাটকের গল্প অসাধারণ করে লিখেছেন লেখক।দেখা যায় কলেজের বন্ধুরা আড্ডা দিতে দিতে এক সময় নাটকের সাথে প্রেম করার বাজি ধরেন। সেই বাজিতে জেতার জন্য নায়ক অন্ধ সেজে নায়িকার সাথে প্রেম করেন।একদিন নায়ক নায়িকা নিয়ে ঘুরতে গিয়ে নায়ক তার প্রতি নায়িকার প্রেম বাড়াতে ইচ্ছে করে চলন্ত প্রাইভেট কারের সামনে দিয়ে হাটা শুরু করে,নায়িকা ভাবলো নায়ক চোখে দেখেনা, না দেখে হয়ত গাড়ির নিচে পরে যাচ্ছেন,তখন দৌড় দিয়ে নায়ককে বাচাতে গিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেন, আর নায়িকা মণিমুক্তা এখানেই গাড়ির নিচে পরে মারা যান।এই ছিল কাহিনী। মজা করতে গিয়ে অকালে একজন মানুষের জীবন চলে গেলো,এর জন্য দায়ী কে??যাতে আমরা এমন ভুল না করি এই বিষয়টা ফুটে উঠেছে নাটকে।নাটকে অভিনয় করেছেন আমির হোসেন সাগর, মনিমুক্তা, আলাল, দুলাল,সুহেল ২,আরো অনেক।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..