ছাতকে সিএনজি-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৮

ছাতকে সিএনজি-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
ছাতক প্রতিনিধি :: ছাতকে সিএনজি-ফোরষ্ট্রোক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দু’মোটর সাইকেল আরোহীসহ ৩ব্যক্তি আহত হয়েছে। আহতদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন মোটর সাইকেল আরোহী গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের হাসিম আলীর পুত্র জাকির হোসেন(২৭) ও জালালাবাদ থানার মোগলাগাঁও ইউনিয়নের মৌলভীরগাঁও গ্রামের আব্দুল মানিকের পুত্র এখলাছ মিয়া(৩০)। আহত সিএনজি চালকের নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, কৈতক হাসপাতালের সামনে গোবিন্দগঞ্জগামী মোটরসাইকেলের(নং-সুনামগঞ্জ ঘ-১১-১৫৮৮) সাথে বিপরীতগামী অনটেষ্ট সিএনজি-ফোরষ্ট্রোকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে মোটর সাইকেলসহ দু’আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কৈতক হাসপাতালে ভর্তি করেন। এসময় আহত সিএনজি চালক হাসপাতালে চিকিৎসা নিতে এসে পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে পালিয়ে যায়। হাইওয়ে পুলিশের এসআই রুনু মিয়া দূর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্ধ করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..