জাফলংয়ে পর্যটকের নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮

জাফলংয়ে পর্যটকের নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতিকন্যা জাফলংয়ের আকর্ষণীয় স্থান সমূহে পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগত পর্যটকদের নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গোয়াইনঘাটের উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে পর্যটন কেন্দ্র জাফলং ভিউ রেষ্টুরেন্টে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল’র সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, জাফলং ট্যুরিষ্ট পুলিশের ওসি দেবাংশু কুমার দে, সংগ্রাম বিওপির নায়েক মো. মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জৈন্তাপুর শাখার ইনচার্জ সৈয়দ ফারুক মিয়া, গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই জুনেদ আহমেদ, জাফলং ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, জাফলং পর্যটন মোটেলের পরিচালক ইসমাইল আলী, সীমান্ত যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমেদ, জাফলং ভিউ পর্যটন ব্যাবসায়ী সমিতির সভাপতি ওমর ফারুক, ক্ষুধা রেষ্টুরেন্টের প্রোপাইটর কবি শফিকুল ইসলাম বিক্রমপুরী, জাফলং পর্যটন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মহরম আলী, জাফলং টুরিষ্ট গাইড এন্ড হ্যান্ডবোট যুব সংঘের সাধারণ সম্পাদক আমির হোসেন, নৌকা চালক সমিতির কুটি মিয়া প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। আর্থ সামাজিক উন্নয়নে পর্যটন শিল্পের গুরুত্ব অপরিসীম। তাছাড়া এ শিল্প গন্তব্য, দেশের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, শিক্ষার অগ্রগতি, শান্তি ও সৌহার্দ্য সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা পালন করে। তাই জাফলং পর্যটনের ঐতিহ্য ধরে রাখতে হলে সংশ্লিষ্টদের পাশাপাশি জাফলংয়ের সর্বস্থরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাফলংয়ে দেশি বিদেশি পর্যটকদের সমাগম ঘটবে আশা প্রকাশ করে তিনি বলেন জাফলংয়ে আগত পর্যটকদের যাতে কোন প্রকার সমস্যা না হয় সে লক্ষে তাদের নিরাপত্তা দেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাই ঈদ পরবর্তী সময়ে প্রশাসনের পাশাপাশি স্থানীদের সহযোগিতা কামনা করছেন তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..