সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৮
ক্রাইম ডেস্ক :: কোম্পানীগঞ্জের বিতর্কিত ওসি আব্দুল হাইয়ের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে পুলিশ সুপারের সহায়তা চেয়েছেন আওয়ামী লীগ নেতা ও চুনাপাথর ব্যবসায়ী হাজী শামীম আহমদ। গতকাল সোমবার (২০ আগস্ট) আইনজীবির মাধ্যমে দেওয়া এক স্মারকলিপিতে তিনি এ সহায়তা চান। একই সঙ্গে সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি ও জেলা প্রশাসকের কাছেও তিনি অনুলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে হাজী শামীম আহমদ জানান- গত ১৬ই আগস্ট ওসি আব্দুল হাইয়ের দুর্নীতি, ঘুষবানিজ্য সহ নানা ঘটনার প্রতিকার চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন দেওয়ার পরপরই ১৯শে অগাস্ট ওসির নির্দেশে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলা সাজানো। মামলায় সিলেটে বসবাসরত তার ভাতিজা কেফায়েতকেও আসামী করা হয়েছে। কোম্পানীগঞ্জের বর্তমান বিতর্কিত ওসি আব্দুল হাই যোগদানের পর থেকে তার মদদে গোটা কোম্পানীগঞ্জ উপজেলাজুড়ে বোমা মেশিন দিয়ে পাথর লুটপাট চলছে। আর ওসি প্রতিদিন ২০ থেকে ২৫ লাখ টাকা ঘুষ গ্রহন করে পাথর উত্তোলনের সুযোগ করে দিচ্ছেন।
স্মারকলিপিতে তিনি উলেখ করেন- এসপির কাছে অভিযোগ দেওয়ার পরপরই ক্ষেপে যান ওসি আব্দুল হাই। অভিযোগের সংবাদ বিভিন্ন জাতীয়, স্থানীয় ও অনলাইন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর ওসি নানাভাবে অভিযোগকারীদের ম্যানেজ করার চেষ্টা করেন। কিন্তু কোম্পানীগঞ্জের স্বার্থে ওসির ম্যানেজ আহবানে সাড়া দেননি অভিযোগকারীরা। এতে আরো ক্ষুব্ধ হয়ে উঠেন ওসি আব্দুল হাই। গত রোববার ১৯ অগাস্ট টাস্কফোর্স কোম্পানীগঞ্জের গুচ্ছগ্রাম ও বাংকার এলাকায় অভিযান করে। আর ওই অভিযানে ওসি বোমা মেশিন আটক করে শামীম ও তার ভাতিজা কেফায়েত এবং নিরীহ লোকদের বিরুদ্ধে মামলা করেছেন। প্রায় তিন বছর ধরে এলাকায় তার কোনো বোমা মেশিন নেই কিংবা তার কোনো লোক দ্বারা পাথর উত্তোলনও হচ্ছে না দাবি করে শামীম বলেন- ‘কালাইরাগ, শারপিন টিলায় শ্রমিক মৃত্যুর মিছিল ঠেকাতে আমরা প্রায় সময় প্রশাসনের সঙ্গে কাধে কাধ মিলিয়ে কাজ করছি।’
পুলিশ সুপারের কাছে নিরপেক্ষ তদন্ত দাবি করে শামীম বলেন- বোমা মেশিনের মালিক কারা। এবং কার নির্দেশে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে- এসবের নিরপেক্ষ তদন্ত দরকার। ওসি আরো কয়েকজন বোমা মেশিনের মালিকদের সঙ্গে আতাত করে উপজেলার নিরীহ মানুষদের ফাসানোর চক্রান্ত করছে। ওসি নিজেই বোমা মেশিন ব্যবহারের অনুমতি দিয়ে পাথর উত্তোলন করাচ্ছেন। আবার অভিযান করে ওই বোমা মেশিন উদ্ধার করে নিরীহ মানুষদের ফাঁসাচ্ছেন। স্মারকলিপিতে শামীম আহমদ কোম্পানীগঞ্জ থেকে ওসি আব্দুল হাইকে প্রত্যাহারেরও দাবি করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd