ছাতকে রামদাসহ ধারালো অস্ত্র দেখিয়ে মোটরসাইকেল ও টাকা লুট

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৮

ছাতকে রামদাসহ ধারালো অস্ত্র দেখিয়ে মোটরসাইকেল ও টাকা লুট

ছাতক প্রতিনিধি :: ছাতকের আসাকারচর এলাকার মাদ্রাসা রোডে রামদা ধরে মোটরসাইকেল ও টাকা পয়সা লুট করেছে একদল দুর্বৃত্ত। খবর পেয়ে মজুমদারীচর গ্রাম থেকে সেই গাড়িটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যার পর চরমহল্লা ইউনিয়নের হাসারুচর গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে মারুফ আহমদ ও তাঁর চাচাতো ভাই নবীবুল হোসেনের ছেলে সালেহ আহমদ চনুয়াচর গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। তারা মজুমদারীচর এলাকায় পৌছলে একদল দুর্বৃত্ত রামদাসহ ধারালো অস্ত্র দেখিয়ে মোটরসাইকেল ও টাকা পয়সা লুট করে নিয়ে যায়।পরে ছাতক থানার ওসি আতিকুর রহমানকে বিষয়টি অবগত করা হয়। ওসির নির্দেশে জাউয়া ফাঁড়ির একদল পুলিশ রাত ১টায় মজুমদারীচর এলাকায় অভিযান চালিয়ে তৈয়ব আলীর ঘর থেকে সে মোটরসাইকেলটি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।ওসি আতিকুর রহমান জানান, উদ্ধার হওয়া গাড়িটি জাউয়া পুলিশ ফাঁড়িতে আছে। ঘটানার তদন্ত চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..