সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট শহরতলির লালাবাজারে ট্রাকের ধাক্কায় আলালুজ্জামান আলাল (৫০) নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলাল দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, মোটরসাইকেলযোগে ওসমানীনগরের নাজিরবাজারে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি গরুবোঝাই ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd