‘সোলার স্ট্রিটলাইট’ খুঁটি সংকুচিত করে ফেলছে সিলেটের রাস্তা

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৮

‘সোলার স্ট্রিটলাইট’ খুঁটি সংকুচিত করে ফেলছে সিলেটের রাস্তা

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর বিভিন্ন সড়কে চলছে ‘সোলার স্ট্রিটলাইট স্থাপনের কাজ। নগরবাসীর আশির্বাদ হিসেবে লাইটগুলো লাগানোর কাজ শুরু হলেও এটি এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। খুঁটি স্থাপন করতে গিয়ে সংকুচিত হয়ে পড়ছে সিলেটের সড়কগুলো।

সরেজমিনে বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে ‘সোলার স্ট্রিটলাইট’ স্থাপনের লক্ষে রাস্তা খুড়ে স্থাপন করা হয়েছে খুঁটির নিচের অংশ। কিছু কিছু স্থানে স্থাপন করা হয়েছে দুই ভাগে বিভক্ত পুরো খুঁটি। এগুলোর বেশিরভাগই স্থাপন করা হয়েছে মূল সড়কের উপর। এতে সিলেট নগরী ও শহরতলির সরু সড়কগুলো আরোও সরু হয়ে পড়ছে। যার দরুণ যানজট সমস্যা ও দুর্ঘটনা বৃদ্ধি পাবে বলে মনে করেন চালক ও সাধারণ মানুষ।

সিলেট সিটি কর্পোরেশনসূত্রে জানা গেছে, নগরী আলোকিত করতে নগরীজুড়ে নতুন করে বৈদ্যুতিক খাম্বা স্থাপন করার কাজ চলমান রয়েছে। ‘সোলার স্ট্রিটলাইট’ প্রজেক্টের আওতায় ১ হাজার ২২টি লাইট স্থাপন করা হবে। এর মধ্যে সোলার এলইডি ২ কিলোমিটারে ৮০টি এবং নন সোলার ২০ কিলোমিটারে ৯৪২টি লাইট স্থাপন করা হবে। ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকায় সোলার স্ট্রিট লাইট প্রজেক্টের কাজ এগিয়ে চলছে।

নগরীর ‘সোলার স্ট্রিটলাইট’ প্রজেক্টের লাইটের যে খাম্বা গুলো স্থাপন করা হচ্ছে তা নিয়ে নগরীর অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। সচেতন মহলের মতে সড়কের পাশে যেমন বৈদ্যুতিক খাম্বার প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন সড়ক বড় করা।

জনপ্রতিনিধিরা এলাকাবাসীর সাথে রীতিমত ঝগড়া বিবাদ করে নগরীর বিভিন্ন সড়ক প্রশস্থ করেছেন। কিন্তু বর্তমানে বৈদ্যুতিক খাম্বা ড্রেনের পাশ ছেড়ে সড়কের পাশে স্থাপন করা হচ্ছে। এতে সড়ক ছোট হয়ে পড়ছে। কর্তৃপক্ষ যদি এদিকে নজর না দেন তা হলে নগরীর সড়কগুলো প্রশস্থতা হারিয়ে আবার পুরনো চেহারায় ফিরে যাবে।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজ বলেন, নগরীর সোলার স্ট্রিট লাইট প্রজেক্টের কাজে দায়িত্বশীলদের বৈদ্যুতিক খাম্বা স্থাপনে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর যদি তারা সড়কের পাশে স্থাপন করে তা সরানো হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..