সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৮
স্টাফ রিপোর্টার :: গোয়াইনঘাট থেকে কানাইঘাটের সাহেল হত্যা মামলায় এক আসামীকে গ্রেফতার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছেন কানাইঘাট উপজেলার পিরনগরের গ্রামের মরম আলীর ছেলে মো. ফয়সল আহমদ (১৯)। সোমবার ভোর রাত ৩ টার দিকে গোয়াইনঘাট থানাধীন কালিজুরি সাঁতবাক গ্রামে এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-৯ জানিয়েছে গত ৯ মে কানাইঘাটের পশ্চিম জুলাই পিরনগর গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে সাইদুল ইসলামকে (২৬) ফয়সল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর থেকেই গ্রেফতার এড়ানোর লক্ষে ফয়সল আত্মগোপনে ছিল।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সল আহমদ উক্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd