বিশ্বনাথ প্রতিনিধি : উচ্চ শিক্ষা গ্রহনের জন্য ডেনমার্কের কোপেনহেগেন ইউসিভার্সিটিতে পড়ালেখা করতে গেলেন বিশ্বনাথের মেধাবী শিক্ষার্থী রুহুল ইসলাম তালুকদার। আজ বুধবার অই যুবক ডেনমার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। মেধাবী শিক্ষার্থী রুহুল ইসলাম তালুকদার সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে ২০১৮ সালে এমবিএ কোর্স সম্পন্ন করেন।
এছাড়া ২০১২ সালে বিশ্বনাথ সরকারী কলেজ থেকে এইচএসসি, ২০১০ সালে রামসুন্দর অগ্রগামী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৪ সালে শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি সম্পন্ন করেন।
রুহুল ইসলাম তালুকদার বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের সরুয়ালা ননকীপাড়া গ্রামের আরব আমিরাত প্রবাসী আইয়ুব আলী ও কানিজ ফাতেমা দম্পতির ছেলে।
রুহুল ইসলাম তালুকদার ২ ভাই ও ১ বোনের মধ্যে দ্বিতীয় তার বড় ভাই সফিউল ইসলাম মামুন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করে তিনি ব্যবসা করছেন।
রুহুল ইসলাম তালুকদার জানান, পড়ালেখার পেছনে বাবা-মা, শিক্ষক/শিক্ষিকার অবদান রয়েছে। আরো এগিয়ে যেতে তিনি সবার দোয়া কামনা করেছেন।
Sharing is caring!