সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ট্যাকেরঘাট সীমান্তের বড়ছড়া স্থল শুল্ক স্টেশন থেকে মাদকের চালানসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে পৃথক পৃথক অভিযানে উপজেলার ট্যাকেরঘাট সীমান্তের বড়ছড়া শুল্ক স্টেশনের মোটরসাইকেল স্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরশ আলী উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের মৃত আবদুল হান্নান ও আল-আমিন একই গ্রামের কয়লা ব্যবসায়ী মরতুজ আলীর ছেলে।
থানা পুলিশ জানায়, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আড়ালে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ট্যাকেরঘাট সীমান্তের বড়ছড়া শুল্ক স্টেশনের মোটরসাইকেল স্ট্যান্ডে প্রকাশ্যে মাদক বিক্রয়কালে থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই ইমাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বিদেশি মদের বোতল ও ইয়াবা ট্যাবলেটসহ আরশ এবং আল-আমিনকে গ্রেফতার করে।
গ্রেফতারকালে তাদের অপর সহযোগী সীমান্তের রজনীলাইন গ্রামের মৃত অছি রহমানের ছেলে মাদক চোরাকারবারী বিজিবির কথিত সোর্স ফিরোজ মিয়া দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ আরশ আলীর হেফাজত থেকে ৭ বোতল বিদেশি মদ ও আল- আমিনের হেফাজত থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd