তরুনীকে পিটিয়ে মাথা ফাটালেন পুলিশ সদস্য!

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮

তরুনীকে পিটিয়ে মাথা ফাটালেন পুলিশ সদস্য!

ক্রাইম সিলেট ডেস্ক : ঝালকাঠির রাজাপুরে ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত পুলিশ কনেস্টবল শাহাদাৎ সিকদার কর্তৃক ফাহিমা আক্তার (২০) নামের এক তরুনীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বুধবার (২৯ আগস্ট) দুপুর আনুমানিক ২.০০ ঘটিকার সময় উপজেলার পুটিয়াখালি গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ফাহিমা আক্তার উপজেলার পুটিয়াখালি গ্রামের সৈয়দ আলি সিকদারের মেয়ে। ফাহিমা আক্তার জানায়, রাজাপুর থানার এএসআই আবুল কালাম ফাহিমার বাসার সামনে গিয়ে ডাক দিলে ফাহিমা বাসা থেকে বের হলে আবুল হোসেন সিকদার এর ছেলে ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্য শাহাদাৎ সিকদার ও তার ভাই বোন ফাহিমার ওপর লাঠি দিয়ে হামলা চালায়।

ফাহিমাকে এলোপাথারি মারপিট করে আহত করে।আহত ফাহিমা আক্তারকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। যানাযায়, পুলিশ কনেস্টবল শাহাদাৎ সিকদার বর্তমানে ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য শাহাদাৎ সিকদার এর কাছে তিনি মুঠোফোনে জানান,আমি কোন প্রকার মারামারি করিনি,আমার বোনদের কে আমি থামিয়ে দেয়ার চেষ্টা করেছি। বোনদের সাথে হাতা হাতির সময় হয়ত ফাহিমা পরে গিয়ে মাথায় আঘাত পেয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..