সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: বর্তমান সরকারের চলতি দুই মেয়াদে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৩৩টি রেজিষ্ট্রার ও কমিউনিটি বিদ্যালয়কে সম্পূর্ণ সরকারী করা হয়েছে। এছাড়া বিদ্যালয় বিহীন এলাকায় ১৫০০ প্রকল্পের আওতায় ১৮টি নতুন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলার শিক্ষা ব্যবস্থায় ওই ৫১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় নতুন মাত্রা যোগ করেছে বলে এলাকাবাসী জানান।
জানা যায়, সিলেটের সীমান্তবর্তী উপজেলা হচ্ছে গোয়াইনঘাট। উপজেলাটির পূর্বে জৈন্তাপুর, দক্ষিনে সিলেট সদর, পশ্চিমে কোম্পানীগঞ্জ এবং উত্তরে ভারতের মেঘালয় রাজ্য অবস্থিত। ৪৮৭.৭৩ বর্গ কি.মি. বিশাল আয়তনের এ উপজেলাটি মেহেরপুর জেলার চেয়েও আয়তনে বড় রয়েছে। প্রায় ২৬৮টি গ্রামের এ উপজেলায় লোক সংখ্যা ৩ লক্ষাধিক। নতুন ৫১টি বিদ্যালয়সহ মোট ১শত ৩৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে এ উপজেলায়। কমিউনিটি বিদ্যালয় রয়েছে ২৬টি, এনজিও ১৫০টি, আনন্দ স্কুল ৯০টি এবং কেজি স্কুল রয়েছে ৪০টি। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নতি হওয়ায় বর্তমানে ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি কলেজিয়েট স্কুল ও গোয়াইনঘাট সরকারী কলেজসহ ৬টি কলেজে হাজার হাজার শিক্ষার্থী পড়াশুনা করছেন। বর্তমানে গোয়াইনঘাট উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ¯œাতক উত্তীর্ণ হাজার হাজার শিক্ষার্থী সরকারী বেসরকারী চাকুরীতে যোগদানের জন্য প্রতিযোগিতা করছেন যা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ফসল হিসেবে বিবেচ্য।
উপজেলার রুস্তমপুর ইউনিয়নে ৮টি, পশ্চিম জাফলং ইউনিয়নে ৮টি, পূর্ব জাফলং ইউনিয়নে ৫টি, আলীরগাঁও ইউনিয়নে ২টি, ফতেহপুর ইউনিয়নে ৪টি, নন্দিরগাঁও ইউনিয়নে ২টি, তোয়াকুল ইউনিয়নে ২টি ও ডৌবাড়ী ইউনিয়নের ২টি রেজিষ্ট্রার প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ করা হয়েছে। এছাড়া ১৫০০ প্রকল্পের আওতায় বিদ্যালয় বিহীন গ্রামে উপজেলার রুস্তমপুর ইউনিয়নে ১টি, পশ্চিম জাফলং ইউনিয়নে ৩টি, পূর্ব জাফলং ইউনিয়নে ২টি, লেঙ্গুড়া ইউনিয়নে ১টি, আলীরগাঁও ইউনিয়নে ২টি, ফতেহপুর ইউনিয়নে ৩টি, নন্দিরগাঁও ইউনিয়নে ২টি, তোয়াকুল ইউনিয়নে ২টি এবং ডৌবাড়ী ইউনিয়নে ২টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ ইমরান আহমদ জানান, আমার নির্বাচনী এলাকা গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলাকে উন্নয়ন পরিক্রমায় এগিয়ে আনতে শুধুমাত্র গোয়াইনঘাট উপজেলার ৩৩টি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ করা হয়েছে। এছাড়া বিদ্যালয় বিহীন গ্রামে ১৫০০ প্রকল্পের আওতায় গোয়াইনঘাট উপজেলায় ১৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। বিদ্যালয়গুলিতে বর্তমানে পাঠদান কার্যক্রম চলমান। এ জনপদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরো গতিশীল ও অগ্রগামী করতে বিদ্যালয় বিহীন গ্রামে নতুন নতুন বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd