সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি ও বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। তাদের দুজনকে সিলেট রেঞ্জ পুলিশের বাইরে বদলি করা হয়েছে। এমনটিই নিশ্চিত করেছে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র। তবে তাদেরকে কোথায় বদলি করা হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ও বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেনকে পুলিশের সদর দপ্তরের এক আদেশে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবদুল ওয়াহাব বলেন, এমন খবর শুনলেও কোনো ধরনের আদেশ কপি এখনো এসএমপিতে আসেনি। আসলে আমরা সত্যতা নিশ্চিত করতে পারবো।
অন্যদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ও বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন তাদেরকে বদলির বিষয়ে কোন সংবাদ জানেন না বলে জানিয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd