সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জের দক্ষিন সুনামগঞ্জ দু’গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩৫ জন লোক আহত হয়েছেন। এ সময় সসুনামগঞ্জ-দিরাই সড়ক অবরোধ করে রাখে এলাবাসী। ফলে রাস্তার দু’পাশে শতাধিক যানবাহন চলাচল বন্ধ হলে চরম দূর্ভোগে পড়েন হাজারো যাত্রী সাধারন।শনিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়কল ইউনিয়নের জামলাবাজ ও বগুলারকাড়া গ্রামবাসীর মধে সংঘর্ষের ঘটনা ঘটে। হয়।
জানা যায়, জামলাবাজ গ্রামের সুজন মিয়ার সাথে গত ৩০ আগষ্ট দিরাই মদনপুর রাস্তায় সড়ক দুর্ঘটনায় একজন নিহতের পরপরই যাত্রীবাহি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে বগুলারকাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মাহমদ আলীর সাথে কথাকাটির একপর্যায়ে তাকে মারধর করেন সুজনের লোকজন। এর ঘটনার জের ধরে আজ দুপুরে দুই গ্রাম বাসি দেশীয় অস্ত্র লাটিসোটা নিয়ে নোয়াখলীবাজারে মুখোমুখি অবস্থান নেয় এসময় দুই গ্রামবাসির মধ্যে দাওয়া পালটা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এসময় উভয়পক্ষের ৩৫ জন আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এসময় সুনামগঞ্জ-দিরাই সড়কে সকল যানবাহন বন্ধ থাকে। পরো এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
এ বাপারে দক্ষিন সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আহমদ চৌধুরী জানান, পরিস্থিতি নিয়স্ত্রনে আনতে ওই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন রাখা আছে।
উল্লেখ্য, গত ৩০ আগষ্ট দুপুরে দিরাই-সুনামগঞ্জ সড়কের নোয়াখালী সংলগ্ন এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাহেল মিয়া নামের এক মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়। পরে এলাকাবাসি এ বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করেই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
আগামীকাল রোববার (০২ সেপ্টেম্বর) থেকে পুরো জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd