সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮
আলী হোসেন, মৌলভীবাজার :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার দুই ব্যাক্তি সিলেটের রাস্তায় খুন হয়েছেন। এক মাসের মধ্যে হেরে গেছে রাজনগর উপজেলার দুইটি তাজা প্রাণ।
সিলেটে প্রতিপক্ষের হামলায় নিহত ছাত্রদল নেতা ফয়জুল হক রাজুর মরদেহে ধারালো অস্ত্রের ৪৩টি আঘাত শনাক্ত করেছেন ময়নাতদন্ত করা চিকিৎসকরা। বেশি গুরুতর আঘাত ছিল তার মাথা ও বুকে। দেহ থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাজু মারা যান। গত (১১ আগস্ট) শনিবার রাতে নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে ছাত্রদলের একটি গ্রুপ রাজুসহ তার দুই সহযোগীর ওপরে হামলা করে। হামলার পর প্রায় ১০ মিনিট ধরে রাজুর রক্তাক্ত দেহ রাস্তায় ওপর পড়ে ছিল। পরে তার সহপাঠীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফয়জুল হক রাজুর গ্রামের বাড়ী রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহপুর।
এদিকে গত (৩১ আগস্ট) শুক্রবার সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সিলেট সিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। নিহত এস এম আব্দুল আহাদ বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েত শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তিনিও মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর মেদিনী মহলের নুর মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd