সিলেট ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর জিন্দাবাজারে এসএম আব্দুল আহাদ নামে এক কুয়েত প্রবাসী আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে জিন্দাবাজারে তাঁতিপাড়া গলির মুখে এ ঘটনা ঘটে।
নিহত এস এম আব্দুল আহাদ বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েত শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর মেদিনী মহলের নুর মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে মোটারইসাইকেল যোগে একদল দুর্বৃত্ত এসে আব্দুল আহাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে অটোরিকশায় করে ওসমানী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসমানী হাসপাতালে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছেন- বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের সভায় যোগ দিতে সিলেটে এসেছিলেন আহাদ। আজ রাতে তার বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল।
ছুরিকাঘাতে হত্যার তথ্য নিশ্চিত করে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, কারা এবং কেনো হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। নিহত এসএম আব্দুল আহাদ কুয়েত প্রবাসী বলে জানা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd