সিলেট ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : স্ত্রীর বিরুদ্ধে মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন এক স্বামী। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মো. মাহবুব আলম স্ত্রী ডা. হাসিনা মমতাজ হীরার বিরুদ্ধে নানা তথ্য দেন।
সংবাদ সম্মেলনে মো. মাহবুব আলম বলেন, তার স্ত্রী ডা. হাসিনা মমতাজ হীরা তার নামে মিথ্যা মামলা করে হয়রানি করছেন। তার নামে বিমান বাহিনীতে অপহরণের মিথ্যা অভিযোগ দিয়েছেন। এতে তাকে চাকরিচ্যুত হতে হয়েছে।
তিনি বলেন, স্ত্রী ডা. হাসিনা মমতাজ হীরা তার পরিবার ও সাবেক স্বামী ও সাবেক শ্বশুরের প্ররোচনায় চট্টগ্রাম আদালতে অপহরণ ও ধর্ষণের মামলা করেছেন।
জানা যায়, গত ১২ জুন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ জোর করে অস্ত্রের মুখে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মো. মাহবুব আলমের বিরুদ্ধে মামলা করেন ডা. হাসিনা মমতাজ হীরা। মামলার এজাহারে হাসিনা মমতাজ হীরা উল্লেখ করেন- গত ১৫ মে সকালে তাকে জোর করে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যান মাহবুব আলম। ১৫ ও ২২ মে তাকে আটকে রাখেন এবং ধর্ষণ করেন।
হাসিনা মমতাজ হীরার মামলায় উল্লিখিত অভিযোগ মিথ্যা দাবি করে মাহবুব আলম বলেন, আমরা দুইজনই স্বেচ্ছায় বিয়ে করেছিলাম। অপহরণের কোনো ঘটনা ঘটেনি। ১৫ মে একসঙ্গে গাড়িতে ঢাকা যাই। ঢাকা থেকে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটে যশোর যাই। ১৬ মে বিয়ে করি। পরে আবার ঢাকায় গিয়ে শপিং করি একসঙ্গে। অপহরণ করলে এসব কি সম্ভব?
তিনি অভিযোগ করেন, হাসিনা মমতাজ হীরার আগের স্বামীর ঘরে এক সন্তান রয়েছে। সেই সন্তানকে জিম্মি করে তাকে দিয়ে মামলা করিয়েছে সাবেক স্বামী ডা. ওয়াহিদ চৌধুরী ও সাবেক শ্বশুর মো. মাহবুব চৌধুরী। হাসিনা মমতাজ হীরার বাবা হারুন-অর-রশিদকে দিয়ে আমার বিরুদ্ধে বিমান বাহিনীতে অভিযোগও করিয়েছেন।
তিনি বলেন, বিমান বাহিনীতে আমার বিরুদ্ধে তদন্ত হয়েছিল। তদন্তকালে হাসিনা মমতাজ হীরা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। তিনি আমাদের সম্পর্কের বিষয়ে সত্য ঘটনা জানিয়েছিলেন বিমান বাহিনীর কর্মকর্তাদের কাছে। কিন্তু পরে গিয়ে সাবেক স্বামী ও শ্বশুরের চাপে আমার বিরুদ্ধে মামলা করেছেন।
স্ত্রী হাসিনা মমতাজ হীরাকে ফিরে পেতে ঢাকার সহকারী জজ ও পারিবারিক আদালতে একটি মামলা করেছেন বলে জানান মাহবুব আলম।
উল্লেখ্য, মো. মাহবুব আলম বাংলাদেশ বিমান বাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা ও বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর এলাকার মো. আবদুল মালেকের ছেলে। তার স্ত্রী ডা. হাসিনা মমতাজ হীরা চট্টগ্রাম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ও বরিশাল জেলার মুলাদি চরকালেখান এলাকার মো. হারুন-অর-রশিদের মেয়ে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd