সিলেট ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জ শহরের ৩নং পুল এলাকার একটি বাসা থেকে আপত্তিকর অবস্থায় দেবর-ভাবি ও অপর এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটকরা হলেন, চুনারুঘাট উপজেলার আসামপাড়া গ্রামের মৃত আলফু মিয়ার মেয়ে ফাহিমা আক্তার শান্তা (২০), তার দেবর সিলেট সদরের ভারতখানা এলাকার আলমগীর মিয়ার ছেলে জাকির হোসেন হৃদয় (২২) ও চুনারুঘাট উপজেলার কাজিরদিঘি গ্রামের সুজন আহমেদ (২২)।
স্থানীয়রা জানান, শান্তা সম্প্রতি নিজেকে ইতালি প্রবাসী এক ব্যক্তির স্ত্রীর পরিচয় দিয়ে ওই এলাকায় একটি বাসা ভাড়া করেন। পরে সেখানে তিনি বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা ওৎ পেতে থাকেন। পরে শুক্রবার রাতে স্থানীয়রা খবর দিলে আপত্তিকর অবস্থায় দুই যুবকসহ শান্তাকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) জিয়া উদ্দিন জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd