সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর শিবগঞ্জে দ্রুতগতির একটি মাইক্রোবাসের চাপায় ইব্রাহিম আলী রুস্তম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম নগরীর বাগবাড়ি শামীমাবাদ এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি লিডিং ইউনিভার্সিটিতে কর্মরত ছিলেন। এছাড়া জিন্দাবাজারস্থ একটি স্থাপত্য প্রতিষ্ঠানেও কাজ করতেন তিনি।
নগরীর শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, শিবগঞ্জ সোনারগাঁ সেন্টারের সামনে দ্রুতগতির মাইক্রোবাস ইব্রাহিম আলী রুস্তমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd