বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে উপজেলা বিএনপির তিন নেতার বাড়িতে গিয়ে ঘর তল্লাশী করেছে থানা পুলিশ। আজ রবিবার (২রা সেপ্টেম্বর) ভোরে উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. গৌছ খানের জানাইয়া গ্রামের বাড়িতে পুলিশ তল্লাশী চালায়। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমদ নূরউদ্দিনের জানাইয়া গ্রামের বাড়ি ও উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হাজি আব্দুল হাই’র গ্রামের বাড়ি রাজনগরে পুলিশ তল্লাশী চালিয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
বিএনপির তিন নেতা জানান, আজ ভোরে তাদের বাড়ির বসতঘর ও বাংলা ঘরে ঢুকে পুলিশ তল্লাশী চালিয়েছে। তারা বলেন, পুলিশ অযথা আমাদেরকে হয়রানী করছে। তারা হয়রানি বন্ধে প্রশাসনের প্রতি জোরদাবি জানান।
এ ব্যাপারে থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, আমাদের নিয়মিত অভিযান ছিল। তাই অভিযান করা হয়েছে।
Sharing is caring!