সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে বাড়ীতে ডেকে নিয়ে আবুল বশর (৪০) নামের এক ব্যক্তির উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। বশর গ্রামের মৃত আবদুল খালিকের পুত্র। গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, হোসেনপুর গ্রামের মধ্যবর্তী সড়কের প্রবেশমুখে নির্মিনাধীন গেইট নিয়ে দু’পক্ষের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছে। এটি নিস্পত্তির জন্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা পিপিএমের ডাকে রবিবার সকালে কাগজপত্রসহ থানায় যান সড়কটির ব্যক্তিমালিকানা দাবীদার পক্ষের আবুশ বশরসহ অন্যরা।
আবুল বশরের চাচাতো ভাই সিদ্দিক আহমদ বাবুল বলেন, থানা থেকে ফেরার পর প্রতিপক্ষের শফিক মিয়া বশরকে তার বাড়ীতে ডেকে নেয়। পরে তাকে শফিকের বাড়ীর সামনের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন উদ্ধার করেন ।
বশরের আপন ভাই ফয়সল জানান, বাড়ীতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আমার ভাইয়ের উপর হামলা চালিয়েছে আশিকুর রহমান (কাচা মিয়া), শফিক মিয়া, সজ্জাদ মিয়া ও গোলাম মোস্তফা।
এ ব্যাপারে আশিকুর রহমান (কাচা মিয়া) বলেন, সরকারী রাস্তা অবৈধভাবে দখল করায়, তাদের বিরুদ্ধে এলাকাবাসীর সাথে একাত্ম হয়ে প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে তারা মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলেছে। বশরের উপর তার ভাতিজা সোহাদুল হামলা করেছে।
খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন বলেন, সন্ধ্যার পরে লোকমুখে শুনেছি আবুল বশর আহত হয়ে হাসপাতালে আছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাসুদ্দোহা পিপিএম বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd