সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮
স্টাফ রিপোর্টার :: যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম মামুনকে আটক করেছে সিলেট নগরী থেকে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর নগরীর খাসদবির এলাকার ইলাশকান্দির নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানান এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।
স্থানীয় বাসিন্দাসূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে প্রায় অর্ধশতাধিক সাদা পোষাকে থাকা গোয়েন্দা পুলিশ ইলাশকান্দির মামুনের বাড়ি ঘেরাও করে। এর কিছুক্ষণ পর শহিদুল ইসলাম মামুনকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের দলটি।
পরিতোষ ঘোষ জানান, শহিদুল ইসলাম মামুন যুক্তরাজ্য বিএনপি নেতা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি তারেক রহমান এর ঘনিষ্ঠজন। মামুন যুক্তরাজ্যে হাইকমিশনে হামলার অন্যতম পৃষ্ঠপোষক। যুক্তরাজ্যে বসে দেশ বিরোধী নানা ষড়যন্ত্রের সাথে জড়িত বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেসব অভিযোগ খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd