সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার কমলগঞ্জ পৌরসভায় দিনমজুর রফিক মিয়ার উপরের দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত সোমবার সকাল ৮ ঘটিকায় কমল কমলগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের অন্তর্গত গোপাল নগর গ্রামের দিনমজুর রফিক মিয়া একই এলাকার রায়হান আহমদ শাহিন এর বাড়িতে যান এ সময় তিনি হামলার শিকার হন। দিনমজুর রফিক মিয়া বর্তমানে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। রফিক মিয়ার কাছ থেকে জানা যায়, তিনি রায়হানের বাড়িতে কংক্রিট ভাঙ্গার কাজ করতেন তাই গত সোমবার রায়হান আহমদ শাহিনের বাড়িতে গিয়ে তিনি বলেন যে আজ আমি কাজ করতে পারবো না আমার মেয়ে অসুস্থ খবর এসেছে আমি আমার মেয়েকে দেখতে যেতে হবে। আজ কাজ করতে পারবোনা এ কথা বলার পরে। রায়হান ও তার মা ক্ষিপ্ত হয়ে হামলা করেন রফিক মিয়ার উপরে। দিনমজুর রফিক মিয়ার আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে কমলগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে দিনমজুর রফিক মিয়া উক্ত হাসপাতাল চিকিৎসা সেবা নিচ্ছেন।
এদিকে হামলাকারী রায়হান আহমেদ শাহিনের বাড়িতে গিয়ে দেখেন তার বাড়ি তালাবদ্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হামলার বিষয়ে নিয়ে মামলা হতে পারে তাই পুলিশের ভয়ে রায়হান আহমদ শাহিন ও তার মা পালিয়ে বেড়াচ্ছেন। আহত দিনমজুর রফিক মিয়ার ছেলে লোকমান হোসেন বলেন। আমরা বিষয়টি ওই এলাকার কাউন্সিলরকে জানিয়েছি আমরা ন্যায়বিচারের আশাবাদী
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd