ছাতক প্রতিনিধি :: ছাতকে ট্রাফিক পুলিশের বেপরোয়া চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আনোয়ার হোসেন রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (০৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার আলমপুর গ্রাম থেকে ছাতক থানার ওসি ও ইন্সপেক্টরসহ একদল পুলিশ তাকে আটক করে। আজ মঙ্গলবার চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলা দেখিয়ে তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাদি হয়েছেন গোলাম মোস্তফা নামে এক ট্রাফিক সার্জেন্ট।
রনিকে গ্রেপ্তারের ঘটনায় সুনামগঞ্জ ও ছাতকের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে রনির মুক্তি দাবি করেন। রনিকে গ্রেপ্তারের খবর পেয়ে সকালে থানায় ছুটে যান ছাতকের সাংবাদিকরা। ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন রনিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, এরকম ঘটনা মেনে নেওয়া যায় না। তিনি অবিলম্বে তার মুক্তি দাবি করেন।
ছাতক থানার ওসি আতিকুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, উপরের নির্দেশে তার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি আনোয়ার হোসেন রনি ছাতকের ট্রাফিক পুলিশের বেপরোয়া চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশ করায় পুলিশ প্রশাসন ক্ষুব্দ হয়ে উঠে। এরই জের ধরে রাতারাতি মামলা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ প্রসঙ্গে যুগান্তর সিলেটের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ জানান, গ্রেপ্তারের বিষয়টি খুবই উদ্বেগের। কোনো সংবাদে তথ্য ভুল থাকলে তার প্রতিবাদে করার বিধান রয়েছে। একজন সাংবাদিককে আটক করে মামলা দেওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য অশনি সংকেত।
Sharing is caring!