বিশ্বনাথ প্রতিনিধি :: সড়কপথে নিরাপদে চলতে, ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক দূর্ঘটনা, জঙ্গিবাদ, মাদক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কুফল বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে শিক্ষার্থীদের মাঝে বিশেষ ক্লাস নিলেন বিশ্বনাথ থানার অফিসার্স ইন-চার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, ওসি (তদন্ত ) মোহাম্মদ দুলাল আকন্দ।
মঙ্গলবার দুপুর সিলেটের বিশ্বনাথের হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে’র হলরুমে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজেসহ প্রায় সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে তিনি এ কার্যক্রম পরিচালনা করবেন।
এসময় উপস্থিত ছিলেন, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে’র অধ্যক্ষ নেহারুন নেছা, সহকারী প্রধান খাইরুল আলম ফকির, শিক্ষক মাওলানা তৈয়বুর রহমান, গীতা রানী সরকার, বিকাশ চন্দ্র সরকার,রুহুল আমিন,সিরাজুল ইসলাম, ফিরোজ আহমদ, রাবেয়া বেগম,তৌহিদা বেগম, ফাতেমা বেগম, নুরুল ইসলাম, সাংবাদিক অসিত রঞ্জন দেব ।
Sharing is caring!