সিলেট ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর কাজির বাজার সেতু থেকে লাফ দিয়ে নদীতে পড়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক তরুণী। সোমবার (৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীসুত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে নগরীর কাজিরবাজার সেতু থেকে সুরমা নদীতে ঝাঁপ দেন এক তরুণী। এসময় পাশে উপস্থিত কয়েকজন সাঁতরে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
পরে সংজ্ঞাহীন অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে জ্ঞান ফেরার পর মেয়েটি জানিয়েছে তার নাম স্বপ্না। তার বাসা নগরীর ভার্থখলা এলাকায়। তবে তার দেয়া নাম ঠিকানা সঠিক কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
ওসমানী হাসপাতাল পুলিশ ফাড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই ফারুক জানান, হাসপাতালে ওই তরুণীর চিকিৎসা চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd