সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি :: কমলগঞ্জ পৌরসভার এক নং ওয়ার্ডে আদর্শ যুব সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে, কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জুয়েল আহমদ বলেছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আজ থেকে দশ পন্ড বছর আগে আমরা যখন লেখাপড়া করেছি তখন দেশের অবস্থা এই রকম ছিল না। আমরা স্কুলে গিয়ে ভাঙ্গা বেঞ্চে বসতে হতো অনেক সময় খোলা আকাশের নিচে শিক্ষা গ্রহন করতে হত। কিন্তু এখন আর সেই দৃশ্য গুলো চোখে পড়ে না বরং দিন দিন সরকারের উদ্যোগে বিভিন্ন স্কুলে নতুন নতুন ভবন নির্মাণ হচ্ছে ও শিক্ষার মান উন্নয়ন হয়েছে এটাই হল ডিজিটাল সরকারের রূপরেখা। আগামীতে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করলে দেশ আরো এগিয়ে যাবে।
বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ পৌরসভার করিমপুর প্রাথমিক বিদ্যালযয়ে এক নং ওয়ার্ডে আদর্শ যুব সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী ও দরিদ্র ছাত্র ছাত্রী মাঝে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কমলগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম এর সভাপতিত্বে , আদর্শ যুব সংঘের প্রচার সম্পাদক জামাল আহমেদ ও মুহাম্মদ মালিক মিয়ার যৌথ সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাংশু রন্জন পাল, সহ কারি শিক্ষক আবদুল হান্নান,মাস্টার মইনুল ইসলাম খান, সহকারী শিক্ষিকা মুক্তা দে, শিক্ষক মিনহাজ আহম্মদ, যুবলীগ নেতা আলাল মিয়া, জহিরুল আলম নান্নু সদস্য উপজেলা যুবলীগ, রাহাত ইমতিয়াজ রিপুল, সভাপতি উপজেলা ছাত্রলীগ মো হামীম আহম্মদ জনি।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ যুব সংঘ এর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো মছব্বির মিয়া, সমাজসেবিকা শেখ শুনিয়া রুবি, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শায়েখ আহমদ , সহকারী শিক্ষক মিনহাজ উদ্দিন এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত সভাটি শুরু হয়। গীতা পাঠ করেন উক্ত স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী শম্পা দেবিকা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd