ছাতক প্রতিনিধি :: ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩টি যানবাহনের উপর মামলা করে জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা ছাতক পৌর শহরের রেলওয়ে মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এসময় ফিটনেস ও লাইসেন্সবিহীন ১৩টি মোটরসাইকেল এবং হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় বিভিন্ন গাড়ী ও চালকের কাছ থেকে ৪ হাজার ৮শত টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে ছাতক থানা পুলিশের এসআই শামিম আখনজি সহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। এব্যাপারে সোনিয়া সুলতানা জানান, নিরাপদ সড়ক বাস্তবায়নে এরকম অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!