সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৮
নিজস্ব প্রতিবেদক : পরিবারের ৫ সদস্যকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ অনুষ্ঠানে গেলেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২য় মেয়াদে নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার (৫ সেপ্টেম্বর)বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করান। বেলা সোয়া ১১ টায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবাইকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। শপথ অনুষ্ঠানে প্রবেশ সীমিত থাকায় আরিফুল হক চৌধুরী পরিবারের সদস্যদের বেছে নেন। এর মধ্যে মধ্যে রয়েছেন মা আমিনা খাতুন, স্ত্রী সামা হক চৌধুরী, ছেলে আতিফুল হক চৌধুরী, মেয়ে সাইকা তাবাসসুম চৌধুরী ও আসছা হক চৌধুরী।
শপথ গ্রহণের পর আরিফুল হক চৌধুরী বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অপর্ণ ও জিয়ারত করবেন।
সিলেট সিটি কর্পোরেশনে ৩০ জুলাইয়ের নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রে ধানের শীষ প্রতীক নিয়ে এগিয়ে ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। গোলযোগের কারণে স্থগিত হওয়া দুটি কেন্দ্রে গত ১১ জুলাই পুন:ভোট হয়। এতে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের চেয়ে ৬ হাজার ১৯৬ ভোট বেশী পেয়ে মেয়র নির্বাচিত হন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd