সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৮
সিলেট :: সিলেট জেলা পরিষদ আয়োজিত ২০১৬-১৭ এসএসসি ও এইচিএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান করা হয়েছে।
বুধবার (৫ সেপ্টেম্বর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ৬শত ৬৬ জন শিক্ষার্থীকে প্রায় ৩৩ লক্ষ টাকা বৃত্তিপ্রদান করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাটলিপিকার এ. কে. এম কামরুজ্জামান মাসুমের পরিচালনায় আয়োজিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মতিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ।
বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবা, প্যানেল চেয়ারম্যান শামিম আহমদ, জেলা পরিষদের সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, মো. মতিউর রহমান, মো. নজরুল হোসেন প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শাহ আলম।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd