কুলাউড়ায় ৬ অপহরনকারী আটক

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৮

কুলাউড়ায় ৬ অপহরনকারী আটক

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার থেকে প্রতারনা করে জাবেদ মিয়া নামে এক বসায়ীকে কুলাউড়ায় নিয়ে এসে অপহরন করে ৭৫ হাজার টাকা মুক্তিপন আদায়ের সাথে জড়িত ৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে। কুলাউড়া থানার ওসি মোঃ শামীম মুসার নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাতে ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীসহ অন্যান্য পুলিশ অফিসার শহরের দক্ষিণ বাজারস্থ ষ্টাইলিং হেয়ার কিং জেন্স পার্লারে এক ঝটিকা অভিযান চালিয়ে অপহরনে জড়িতদের গ্রেফতারে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো বড়লেখা থানার উত্তর বাগমারা নিবাসী কুলাউড়া থানার দক্ষিণ জয়পাশার মিজানুর রহমান (২৪), পূর্ব মনসুর নিবাসী ফয়ছল আহমদ(২৩), চাতলগাও নিবাসী মোঃ ইমরান (২২), প্রতাবী নিবাসী আকুল মিয়া,দক্ষিণ চাতলগাও নিবাসী প্রাইভেট কার চালক আলা উদ্দিন মাসুদ ওরফে মসুদ (২১) ও সেলুন মালিক দক্ষিণ কৌলা নিবাসী রুপন মল্লিক (২৩)। এছাড়া পুলিশ এ ঘটনায় ব্যবহৃত প্রাইভেট কার নং (ঢাকা মেট্রো খ ১১-০২২২) জব্দ করেছে।

থানা সুত্রে জানা যায় মৌলভীবাজার জেলার নিতেশ্বর নিবাসী জাবেদ মিয়া নামে এক চা- ব্যবসায়ীকে আসামী মিজান মঙ্গলবার বিকেলে ২ শত কেজি চা-পাতা বিক্রির কথা বলে কুলাউড়া থানার লংলা চা-বাগান এলাকায় নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে প্রাইভেট কারে অপহরন করে ও তার কাছে থাকা নগদ ৫৫ হাজার টাকা ও পরবর্তীতে বিকাশের মাধ্যমে আরো ২০ হাজার টাকা আদায় করে রাতে গাজীপুর চা বাগানের হযরত গফুর শাহ্ মাজারের কাছে ঘাগটিয়া মোড়ে অপহৃত জাবেদ মিয়াকে ফেলে রেখে আসামীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গাজীপুর চা বাগানের গেইটের সম্মুখ থেকে জাবেদকে আহত অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে তার ভাই সাজ্জাদ আহমদ বাদী হয়ে বুধবার কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..