ছাতক প্রতিনিধি :: ছাতকে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বুধবার সকালে এলাকার মানুষদের বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি সাব সেন্টারে এলাকার মানুষদের লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা।
মেডিকেল টিমে একজন দক্ষ এমবিবিএস ডাক্তার, একজন গায়নোকলজিস্ট এবং দু’জন প্যারামেডিক ডাক্তার দিনব্যাপী শতাধিক নারী-পুরুষ ও শিশু রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন। এসময় লাফার্জ হোলসিম কারখানার কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Sharing is caring!