সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যোগাযোগ মাধ্যমে কটুক্তিমূলক মন্তব্য করায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলা দায়ের করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য শাহরিয়ার আলম পাবেল। তিনি সিলেট মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকার খবির উদ্দিন এর ছেলে। আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালত, সিলেটে তিন জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন।
যার নং- সিআর ১০১/১৮। মামলার আসামীরা হলেন সিলেট জেলার কোতয়ালী থানার কুয়ারপাড় ইঙ্গুলার রোডের ৫৩/১ এর মৃত আতাউল হোসেন এর ছেলে মোঃ ছাজওয়ার হোসেন রাজেদ/নাচন, সিলেট জেলার কোতয়ালী থানার ভাঙ্গাটিকরপাড়া রজনীগন্ধা-১০ এর মৃত সৈয়দ আব্দুল গফ্ফার এর ছেলে সৈয়দ রাহাতিল আশিকীন ও মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার পুরা গ্রামের এ. খালেক শেখ এর ছেলে আলমগীর শেখ। মামলার এজাহারে জানা যায় আসামীরা দেশদ্রোহী, আইন অমান্যকারী লোক।
তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ, জাতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন কটুক্তিমূলক মন্তব্য করে আসছে। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিলেট মেট্রোপলিটন আদালতে মামলা দায়ের করেন ছাত্রলীগ নেতা শাহরিয়ার আলম পাবেল। মামলাটি পরিচালনা করছেন সিলেট জজ কোর্টের এডভোকেট সাদেক আহমদ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd