বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯নং ওয়ার্ডের সদস্য মো. মতিন মিয়ার অর্থায়নে মেধাবী ও গরীব শিক্ষার্থীর মধ্যে আজ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ বিডি ২৪ ডটকম সম্পাদক ও প্রকাশক তজম্মুল আলী রাজু।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক কনকলতা ভৌমিকের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাহানা বেগম, রত্না চন্দ্র, জায়েদা আক্তার, হেনা দত্ত, বিউটি রানী দাস প্রমুখ।
অনুষ্টান শেষে বিদ্যালয়ের ৮জন শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও ৩০ জন শিক্ষার্থীর মধ্যে টিফিন বক্স বিতরণ করেন অতিথিবৃন্দ।
Sharing is caring!