ছাতক প্রতিনিধি :: ছাতকে বিয়ের প্রলোভন দিয়ে জোর পূর্বক এক ষোড়শীকে ধর্ষনের চেষ্টায় ছাতক থানায় একটি মামলা দায়ের করেন ষোড়শীর মা সোনামালা বেগম। উপজেলার নোয়ারাই ইউনিয়নের বুড়াইরগাও গ্রামে এ ঘটনা ঘটেছে।
ঘটনার নায়ক মির্জাপুর গ্রামের লাল মিয়ার পুত্র নূর হোসেন(২০) কে স্থানীয়রা আটক করলেও এক শ্রেণির মধ্যস্থতাকারী লোকজনের সহায়তায় সে ছাড়া পায়।
গত ১৪ আগষ্ট রাতে ঘটনার পর থেকেই একটি মহল বিষয়টি ধামা-চাপা দিতে তৎপর হয়ে উঠে। অবশেষে ছাতক থানায় গত ২৯ আগষ্ট এ ব্যাপারে মামলা দায়ের করেন ইউনিয়নের বুড়াইরগাও গ্রামের আব্দুল হকের স্ত্রী সোনামালা বেগম। ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী-০৩) এর ৯(৪)(খ) ধারায় এ মামলা (নং-২১) রুজু করা হয়। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে জানাযায়, বুড়াইরগাও গ্রামের এ মেয়েটি এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলো। বিদ্যালয়ে যাতায়াতের রাস্তায় তাকে প্রায়ই উত্যক্ত করতো নূর হোসেন। তার উৎপাতের কারণে মেয়েটির লেখা পড়া বন্ধ করে দেয়া হলেও সে মোবাইল ফোনে উত্যক্ত করতো মেয়েটিকে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে নূর হোসেন মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তুলে। ১৪ আগষ্ট রাতে বিয়ের প্রলোভনে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা কালে ছেলে-মেয়েকে আটক করে স্থানীয়রা। পরে বিয়ের রফা-দফায় স্থানীয় কিছু লোকের সহায়তায় ছাড়া পায় নূর হোসেন।
এ ঘটনায় পরবর্তীতে কোন শালিস বৈঠক না বসলে ঐ ষোড়শীর মা বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অরুন কুমার দাস জানান, ঘটনার পর থেকে পলাতক রয়েছে আসামী নূর হোসেন। তাকে গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
Sharing is caring!