সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সারাদেশের সাথে গত মাসে সিলেটেও পালিত হয়েছে ট্রাফিক সপ্তাহ। এর রেশ কাটতে না কাটতেই এবার মহানগরীতে শুরু হয়েছে ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইন। প্রতি সপ্তাহের শনিবারে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অনুষ্ঠিত হবে ক্যাম্পেইন।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এমন তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ। এসময় তিনি ক্যাম্পেইনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে বেলা ১২ টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা নগরীর জিন্দাবাজার সড়ক দিয়ে কোর্টপয়েন্ট-সিটি পয়েন্ট হয়ে সুরমা মার্কেট পয়েন্টে এসে শেষ হয়।
সেখানে শুরু হয় যানবাহনের কাগজপত্র পরীক্ষা। এসময় মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকলে হেলমেট কেনার নির্দেশনা দেয়া হয়। যাদের কাগজপত্রে ত্রুটি, লাইসেন্স নেই তাদেরকে মামলা প্রদান করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ক্যাম্পেইনটি পালন করছে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষণ বড়ুয়া, কোতায়ালি থানা সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোলাম দস্তগীর, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে (ট্রাফিক), সহকারি পুলিশ কমিশনার ট্রাফিক আশিদুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন হাবিবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মো. হানিফ মিয়া, নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হাদী পাভেল, জেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান আলী, সিলেট পুলিশ লাইন হাই স্কুলের শিক্ষক শামসুজ্জামান, ফারহানা ইয়াসমিন, নজরুল হক প্রমুখ।
এর আগে নগরীর চৌহাট্টা পয়েন্টে বেলা ১১টা থেকে ক্যাম্পেইনের অংশ হিসেবে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের নিকট পুলিশ নিজে হেলমেট বিক্রয় করেছে। লুকিংগ্লাসবিহীন গাড়িচালকদের কাছে বিক্রয় করা হয়েছে লুকিংগ্লাস। যারা তাৎক্ষণিক হেলমেট ও লুকিংগ্লাস নিয়েছেন তাদেরকে মামলা প্রদান করা হয়নি। আর যারা হেলমেট ও লুকিংগ্লাস নেননি তাদেরকে আইনমতো দণ্ড দেয়া হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd