বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ছত্তার আলী (৩২) নামের এক সন্তানের এক জনকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সেনারগাঁও গ্রামের মৃত মহরম আলীর পুত্র। রোববার (৯ সেপ্টেম্বর) বিকেলে নিজ বসত ঘর থেকে ছত্তার আলী লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর পূর্বে বিয়ে করেন ছত্তার আলী। বিয়ের ৩বছর পর তাদের ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। প্রায় ৫মাস পূর্বে স্ত্রীর সঙ্গে ছত্তার আলীর পারিবারিক কলহ সৃষ্টি হলে একমাত্র মেয়েকে নিয়ে অভিমান করে পিত্রালয়ে চলে যান তার স্ত্রী। এরপর প্রায় দেড় মাস পূর্বে ছত্তার আলী স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে শশুর বাড়িতে যান। কিন্ত যাওয়ার সময় তিনি সঙ্গে করে একটি দা (বটি) নিয়ে গেলে উত্তেজিত হয়ে উঠেন শশুর বাড়ির লোকজন। এসময় তারা ছত্তার আলীকে ছাতক থানা পুলিশে সোপর্দ করলে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। ৭ দিন কারাগারে থাকার পর মুক্তি পেয়ে মানষিকভাবে ভেঙে পড়েন ছত্তার আলী। এরপর রোববার (৯সেপ্টেম্বর) বেলা আনুমানিক আড়াই টায় নিজ বাড়ির বসত ঘরের তীরের সঙ্গে গলায় ওরনা পেছিয়ে আত্মহত্যা করেন তিনি। বিকেলে তার ভাই তবারক আলীর পুত্র ফাহিম (১৬) তাকে খোঁজতে গিয়ে ঘরে প্রবেশ করে ছত্তার আলীর ঝুলন্ত লাশ দেখেতে পায়। এরপর থানা পুলিশকে খবর দিলে এস.আই কায়েমুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
Sharing is caring!