সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর কমিটির সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানসহ সিলেটের চার আওয়ামী লীগ নেতাকে শোকজ করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। শোকজ পাওয়া অন্য দুই নেতা হলেন- মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
সোমবার দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এই চারজনকে শোকজ করেন। কুরিয়ারের মাধ্যমে সোমবারই শোকজের চিঠি প্রেরণ করা হয়েছে বলে দলটির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে। এতে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর জবাব দেওয়ার জন্য ৪ নেতাকে বলা হয়েছে।
সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের পরাজয়ের পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিলেটে এসে পরাজয়ের জন্য দায়ী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। ওই ঘোষণার পরই কিছু নেতাকে শোকজ করা হতে পারে বলে আলোচিত হচ্ছিলো। আলোচনায় অনেকের নাম উঠে আসলেও শোকজ করা হয় চারজনকে। এদের মধ্যে মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানও রয়েছেন।
তবে কামরানকে সাংগঠনিনক ব্যর্থতার অভিযোগে ও বাকী তিনজনকে সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগে শোকজ করা হয়।
দীর্ঘদিন মহানগর কমিটির সভাপতি দায়িত্বে থাকা সত্ত্বেও বদরউদ্দিন আহমদ কামরান নগরীর সবকটি ওয়ার্ড কমিটি গঠনে ব্যর্থ হওয়া এবং নির্বাচনে সাতটি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী দিতে না পারা, সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটি দিতে না পারা ও সিলেট মহানগরে আওয়ামী লীগের কার্যালয় না থাকার কারণে কামরানের কাছে জবাব চাওয়া হয়।
অপরদিকে, গত সিটি নির্বাচনে কামরানের পরাজয়ের পর থেকেই দলের অনেক নেতার বিরুদ্ধাচারণের অভিযোগ ওঠে। অনেকে কামরানের পক্ষে কাজ করেননি বলেও অভিযোগ তোলা হয়। কেন্দ্রের কাছেও এমন অভিযোগ দেন কামরান। এসব অভিযোগ তদন্তে সিলেট আসেন দলীয় সাধারণ সম্পাদক। এই সফরের পরই মিসবাহ, আসাদ আর নাদেলকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হলো।
উল্লেখ্য, সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৮৬ হাজার ৩৯২টি, বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯২ হাজার ৫৮৮টি, জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের টেবিল ঘড়ি প্রতীকে ভোট পেয়েছেন ১১ হাজার।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd