বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় ভূতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ ঝাড়লেন বক্তারা। তারা বলেন, উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল প্রদান করছে পল্লী বিদ্যুৎ অফিস। অতিথের মাসগুলোতে গ্রাহকদেরকে যে বিল দেয়া হতো গতমাসে তার চেয়েও তিনগুণ বেশী বিল দেয়া হয়েছে। কিন্তু পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে কোনো সদোত্তর না পাওয়ায় গ্রাহকরা দিশেহারা হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে দৌড়ঝাপ শুরু করেন। গ্রাহকদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত বিদ্যুৎ বিলের সমস্যা সমাধান করতে আইন শৃঙ্খলা সভার রেজুলেশনের মাধ্যমে জোর দাবি করেন বক্তারা। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠনের জন্য প্রস্তাবও দেয়া হয়। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত করে সভার সভাপতি নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, ডিজিএম’র সাথে আলোচনা করে সমস্যাটি দূর করবেন।
এছাড়া উপজেলার হোসেনপুর গ্রামে সরকারি রাস্তায় ব্যক্তি উদ্যোগে গেইট নির্মাণকে কেন্দ্র দুপক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি ও এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি সভায় আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভুমি ফাতেমা-তুজ-জোহরা, থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম মনোওর আলী, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহিদ, চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, নাজমুল ইসলাম রুহেল, আলমগীর হোসেন, তাহিদ মিয়া, তালুকদার গিয়াসউদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাংবাদিক মোছাদ্দিক হোসেন সাজুল, আশিক আলী, কামাল হোসেন মুন্না|
Sharing is caring!