বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ সরকারি ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মারিয়া আলম চৌধুরী রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় সিলেট বিভাগীয় পর্যায়ে প্রথম ও কবিতা আবৃত্তি প্রযোগিতায় ২য় স্থান অর্জন করেছে। সম্প্রতি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জাতীয় শিশু দিবসে সাংস্কৃতিক প্রতিযোগিতায় ঘ গ্রপে সে অই কৃতিত্বপূর্ণ ফলাফল করে। তার সাফল্যে আনন্দিত কলেজের শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী, মারিয়া আলম চৌধুরী’র পরিবার ও গোঠা উপজেলাবাসি।
রবীন্দ্র সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ের পর এবার মারিয়া আলম চৌধুরী জাতীয় পর্যায়ে জায়গা করে নিয়েছে। চলতি মাসের ২৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকাস্থ ফার্মগেইটস্থ সরকারি কলেজে বেলা ১টায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে।
মারিয়া আলম চৌধুরী বিশ্বনাথ উপজেলা শহরের নতুনবাজারের মোরশেদ আলম চৌধুরী ও নিলুফা আক্তার দম্পতির মেয়ে। সে সবার দোয়া প্রার্থী।
Sharing is caring!