বিশ্বনাথ প্রতিনিধি :: চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই’ স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে পরিবর্তন চাই নামে একটি সংগঠন ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ পালন করেছে।
দিবসটি উপলক্ষে শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরে বাসিয়া সেতু উপর ও বিশ্বনাথের প্রধান সড়কসহ উপজেলা প্রাঙ্গণ সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করে।
পরিবর্তন চাই সংগঠনের সাথে যুক্ত হয় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার।
পরিবর্তন চাই’ আয়োজিত বিশ্বনাথ উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা বিআরডিবি হল রুমের সামন থেকে সংগঠনের সিনিয়র কমান্ডার আবদাল হোসেন ও সংগঠনের কমান্ডার রায়হান আহমদের নেতৃত্বে বিশ্বনাথ সদস্থ সকল পয়েন্টে ময়লা-আবর্জনা ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কমান্ডার আর্নিকা হাসান দুলালসহ সকল পর্যায়ের স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ নেতৃবৃন্দ।